অনলাইন কেনাকাটায় কাস্টমারদের উদ্বুদ্ধ করতে প্রিয়শপ ডটকম আয়োজিত ‘শপ এন্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে!
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিব আহমেদ, প্রেসিডেন্ট, ই-ক্যাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট গিতাংক দত্ত, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনীর হাসান, চালডাল ডটকমের চীফ অপারেটিং অফিসার জিয়া আশরাফ। অনুষ্ঠানের সঞ্চালন করেন প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন। ক্যাম্পেইনের সহযোগি পার্টনার ছিল মাস্টারকার্ড বাংলাদেশ।
প্রথম পুরস্কার -১টি: হেলিকপ্টার ট্যুর বিজয়ীর নাম: মিস সালমা সাফি, দ্বিতীয় পুরস্কার -১টি: ১০,০০০ টাকার ১টি প্রিপেইড মাস্টার কার্ড: মোঃ জাকির হোসাইন
তৃতীয় পুরস্কার – ৫,০০০ টাকার ৩টি প্রিপেইড মাস্টার কার্ড: ক) তানজিনা আক্তার তামান্না খ) সায়েদা তানজুরুন আক্তার গ) ক্লারেন্স রোজারিও। চতুর্থ পুরস্কার – ৫০টি: গিফট
মাস্টার কার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক দেবদীপ দত্ত বলেন, বাংলাদেশে ই-কমার্সের প্রসারে সব সময় পাশে থেকে কাজ করে যাবে মাস্টার কার্ড। তিনি জানান, ই-কমার্সে মাস্টার কার্ডের ব্যবহার শতভাগ সুরক্ষিত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) -এর সভাপতি রাজিব আহমেদ ও চালডাল ডট কমের প্রধান পরিচলনা কর্মকর্তা জিয়া আশরাফ।