Homeহট অফারঅনলাইন শপিং সেন্টার shop24.com.bd চলছে ছাড় উৎসব!

অনলাইন শপিং সেন্টার shop24.com.bd চলছে ছাড় উৎসব!

অনলাইন শপিং সেন্টার শপ২৪ ডটকম ডটবিডিতে (shop24.com.bd) চলছে ছাড় উৎসব। শপ থেকে পণ্য কিনলেই ক্রেতারা পাবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। তবে শপের যেকোনো পণ্য কিনলেই ক্রেতারা ছাড় পাবেন ১৫ শতাংশ। এছাড়া অন্য অফার ডিসকাউন্ট স্লাবগুলো হলো ২০শতাংশ, ৩০ শতাংশ, ৪০ শতাংশ এবং ৪৫ শতাংশ।

shop24-offer2 শপ থেকে দুইটি টি-শার্ট কিনলে একটি ফ্রি অফার রয়েছে। তবে এই অফারে ছাড় প্রযোজ্য নয়। শপে ছেলে, মেয়ে আর বাচ্চাদের জন্য রয়েছে নানা ধরণের পোশাক ও উপহার সামগ্রী। রয়েছে টি-শার্ট, জিন্স, লেগিংস, লন, থ্রি পিস, জুতা, ব্যাগ, চশমা, ঘড়িসহ নানা ধরনের পণ্য।

shop24-offer3এখানে জুতার ওপর চলছে ৩০% ছাড়। আর শীতকালীন যেকোনো পোশাক এই গরমে কিনলে থাকছে বিশাল মূল্য ছাড়। ওয়েবসাইট বা ফেসবুক থেকে শপের পণ্য কিনলে এই ছাড় অফারগুলো উপভোগ করা যাবে।

কলসেন্টার: ০১৮১১ ৪৮০৮৩৫
অনলাইন ঠিকানা: www.shop24.com.bd
ফেসবুক: facebook.com/bangladeshshop24

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular