বাংলাদেশ ই-কমার্স সেক্টর খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নত দেশগুলোতে অনলাইন কেনাকাটা বেশিরভাগই এখন স্মার্ট ফোন দিয়ে হয়ে থাকে। তাই গ্রাহকদেরও পছন্দ স্মার্ট অ্যাপ্লিকেশন। এই ক্রমবর্ধমান ধারাকে বজায় রাখতে বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে কোম্পানি EasyPayWay স্মার্ট ফোন এর জন্য রিলিজ করেছে Andoird Library SDK।
এ প্রসঙ্গে ইজিপেওয়ে এর সিইও জনাব সাকিব নাঈম বলেন, বাংলাদেশের ই-কমার্স সাইট মালিকেরা এখন তাদের স্মার্ট ফোন এপ্লিকেশনে খুব সহজে মোবাইল প্লাটফর্মের এর মাধ্যমে তাদের পেমেন্ট নিতে পারবেন। বাংলাদেশে এন্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশী হওয়ায়, এন্ড্রয়েড এর এই অ্যাপ্লিকেশনটি পেমেন্টে দেয়া নেয়ার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে। এতে করে ক্রেতারা আরও বেশি অনলাইন পেমেন্টের প্রতি আগ্রহী হবে।