Homeদেশের ই-কমার্সই-কমার্সের উপর থেকে ভ্যাট প্রত্যাহার

ই-কমার্সের উপর থেকে ভ্যাট প্রত্যাহার

ই-কমার্স ব্যবসার ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। জাতীয় সংসদে সোমবার অর্থবিল পাসের আগে বিভিন্ন খাতের ওপর ভ্যাটহার সংশোধন ও প্রত্যাহারের প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

এর আগে ৪ জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ই-কমার্স ব্যবসার ওপর ৪ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেন। তিনি বলেছিলেন, ‘অনলাইনে পণ্য এবং সেবার বিক্রয় বা সরবরাহ কার্যক্রম বর্তমানে একটি স্বীকৃত জনপ্রিয় ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে বর্তমানে মূল্য সংযোজন কর অব্যাহতি না থাকলেও এ সেবাখাতের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা মূসক ব্যবস্থায় নেই। এ ধরনের কার্যক্রমকে মূসকের আওতায় সুনির্দিষ্ট করার লক্ষ্যে এর ব্যাখ্যা নির্ধারণসহ ৪ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করছি।’

এর পরিপ্রেক্ষিতে ইংলিশ মিডিয়াম স্কুলের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর সংকুচিত মূল্যভিত্তিতে ১০ শতাংশ মূসক নির্ধারণের প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে ই-কমার্সের ভূমিকা রয়েছে। তাই ই-কমার্স ব্যবসার ওপর ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করছি। অভিভাবকদের কথা চিন্তা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর ভ্যাটহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ প্রস্তাব করছি।’

এ সব প্রস্তাবের ওপর আলোচনা শেষে অর্থবিল, ২০১৫ কণ্ঠভোটে পাস হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular