গত ২৮ এপ্রিল, ২০১৭ (রবিবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে ইউনিয়ন, পৌরসভা ওসিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মাঝে ই-কমার্স সেবার বিষয়ে সচেতনতা তৈরি ও সম্প্রসারণের লক্ষ্যে এক্সেস টু ইনফরমেশন (এটুআই)প্রোগ্রাম এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবংই-ক্যাব এর প্রেসিডেন্ট রাজিব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা-স্মারক স্বাক্ষর করেন।
সমগ্র দেশব্যাপী একটি ই-কমার্স ইকো-সিস্টেম প্রতিস্থাপনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী ই-কমার্স বাস্তবায়নের বিষয়ে প্রচার প্রচারণা, সচেতনতা তৈরি, বিভিন্ন প্রশিক্ষণের চাহিদা নিরূপণ, প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা এবং কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে এটুআই প্রোগ্রাম ওই-ক্যাব যৌথভাবে কাজ করবে। সমঝোতা স্মারক অনুযায়ী এটুআই এবং ই-ক্যাবই-কমার্স বিষয়ে পলিসি প্রণয়ন করবে এবং বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের জন্য মুক্তপাঠের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণের আয়োজন করবে। ডিজিটাল সেন্টার থেকে ই-কমার্স সিস্টেম চালু করার ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের বিষয়ে নলেজ পার্টনার হিসেবে কাজ করবেই-ক্যাব। বাংলাদেশ পোষ্ট অফিসের মাধ্যমে পণ্য লেনদেনের যাবতীয় পদ্ধতির যোগসূত্র তৈরিতেও এ দুই প্রতিষ্ঠান কাজ করবে।
এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর পলিসি এডভাইজর আনীর চৌধুরী, ই-ক্যাব জেনারেল সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল, ই-ক্যাব ডিরেক্টর মোহাম্মদ আবদুল হক অনু, নাসিমা আক্তার নিসা, আরিফুল হাই রাজিব, রেজওয়ানুল হক জামীসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতনকর্মকর্তাগণ ও বিভিন্ন গণমাধ্যম কর্মী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।