উত্তরা আজমপুর রাজউক কমার্শিয়াল সেন্টারে ই-ক্যাবের সদেস্য কাঙ্গারুস ওয়ার্ল্ড.কম-এর নতুন একটি শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ এশা মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কাঙ্গারুস ওয়ার্ল্ড.কম এর চেয়ারম্যান, সিইও এবং ডাইরেক্টর সহ মান্যগন্য ব্যবসায়িক/জনসাধারণ উপস্থিত ছিলেন।
কাঙ্গারুস ওয়ার্ল্ড.কম এর পণ্যের গুণগতমান, সর্বোত্তম গ্রাহক সেবা (দিবা-রাত্রি ২৪ ঘণ্টা, বছরে ৩৬৫ দিন) সাশ্রয়ী মূল্যে ক্রেতা সাধারণের মাঝে পৌঁছে দিতে প্রতিশ্রুতি প্রদান করেন। ক্রেতা সাধারণর কাঙ্গারুস ওয়ার্ল্ড.কম এর পণ্য তাদের শো-রুম ও অনলাইনের মাধ্যমে খুব সহজে কেনাকাটা করতে পারবেন।
কাঙ্গারুস ওয়ার্ল্ড.কম এর পোশাক এবং নানা রকম সামগ্রী ক্রেতা সাধারণের কাছে পৌঁছে দিয়ে, অতি অল্প সময়ে ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই সকল সামগ্রী আরও সহজে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে, দেশব্যাপী নিজস্ব শো-রুম বিস্তৃত করণের নিয়মিত প্রক্রিয়ায় ধারাবাহিকতা থাকবে।
ঠিকানা: শপ নাম্বার-০৮, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স (৩য় তলা),
আজমপুর, উত্তরা-১২৩০, ঢাকা।
ওয়েবসাইটের ঠিকানা: www.kangaroosworld.com
ফেইসবুক পেজ: fb/KangaroosWorld.Com
মোবাইল নং: ০১৮৩৫ ১২৬৮৭৭।