Homeসংবাদ বিজ্ঞপ্তিওয়ালেটমিক্সের সঙ্গে ওয়ালটনের চুক্তি

ওয়ালেটমিক্সের সঙ্গে ওয়ালটনের চুক্তি

ওয়ালটন এখন তাদের সকল অনলাইন পেমেন্ট সিস্টেম পরিচালনা করবে বাংলাদেশের অন্যতম সেরা অনলাইন পেমেন্ট গেটওয়ে ওয়ালেটমিক্স এর মাধ্যমে। এজন্য সম্প্রতি ওয়ালটন এর সঙ্গে ওয়ালেটমিক্স এর একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

এ চুক্তির ফলে ক্রেতারা এখন ডেবিট বা ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ওয়ালটন থেকে অনলাইনে পণ্য কিনতে পারবেন। রাজধানীর দিলকুশা রোডে মতিঝিলে ওয়ালটন এর হেডঅফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালেটমিক্স এর সিইও মো. হুমায়ুন কবির ও ওয়ালটন এর চেয়ারমান এম শামসুল আলম । ওয়ালটন এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন, ডেপুটি ডিরেক্টর (ওয়ালটন হাইটেক) ইঞ্জিনয়ার লিয়াকত আলী, ওয়ালটন গ্রপের এডিশনাল ডিরেক্টর মুহাম্মাদ আনিসুর রহমান সেলিম। ওয়ালেটমিক্স এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন আল জাবির নিপুন, আহসান হাবীব।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular