Homeদেশের ই-কমার্সদারাজ ডটকমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুশফিক

দারাজ ডটকমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুশফিক

মুশফিক চুক্তিবদ্ধ হলেন দারাজ ডটকমের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসাবে

ই-কমার্স সাইট দারাজ ডটকম এর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসাবে চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এর ক্যাপ্টেন (টেস্ট) মুশফিকুর রহিম।

ই-কমার্সের উদ্যোক্তা প্রতিষ্ঠান রকেট ইন্টারনেট তাদের নিজেদের ব্রান্ড অ্যাম্বাসেডরর নাম ঘোষনা করেন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনের পর পছন্দের পন্য গুলো নিয়ে স্পেশাল শপের উদ্বোধন করেন। ক্রেতারা শুধু তাদের পছন্দেরই না, মুশফিকের পছন্দের পন্য এখান থেকে কিনতে পারবে। এ প্রসঙ্গে মুশফিক জানান, “ দারাজের সাথে চুক্তিবদ্ধ হয়ে আমি খুশি, দারাজ তাদের ব্রান্দ ইমেজ খুব দ্রুত তুলে ধরতে পেরেছে। নির্বাহী কর্মকর্তা সুমিত বলেন, দারাজ আপনাকে দিচ্ছে পন্য বুঝে পাওয়ার পর টাকা পরিশোধ, সহজে পণ্য ফেরত নেয়া এবং গ্রাহক সন্তুষ্টির নিশ্চয়তা।

বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটের এই অধিনায়ক এর আগে গোল্ডমার্ক ফুডস লিমিটেড, গ্রামীণফোন ও স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। এই ব্রান্ডের বিল বোর্ড আর বিভিন্ন বিজ্ঞাপনচিত্র প্রচারণায় তাকে দেখা যায়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular