Homeসংবাদ বিজ্ঞপ্তিদারাজ বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হল নেসলে বাংলাদেশ

দারাজ বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হল নেসলে বাংলাদেশ

অনলাইন শপিং সাইট Daraz.com.bd -এর সাথে সফলভাবে চুক্তিবদ্ধ হল নেসলে বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় ফুড ও বেভারেজ কোম্পানী হল নেসলে। সারা বিশ্বের ১৮৯ টি দেশে এটি আছে এবং নেসলে -এর লক্ষ্য হল জীবনযাত্রার মানোন্নয়নে ও উন্নত ভবিষ্যৎ গড়তে সহায়তা করা। নেসলে -এর লক্ষ্য পূরণে এর ৩২৮,০০০ কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ কাজ করছে। বাংলাদেশে দীর্ঘ ২৫ বছর ধরে পরিবারের সবার জন্য নেসলে সুস্বাদু ও স্বাস্থ্যকর পণ্য সরবরাহ করে আসছে। ক্রেতারা এখন নেসলে -এর মানসম্মত পণ্য এখন বাসায় বসেই Daraz.com.bd থেকে কিনতে পারবেন। এসব পণ্যের মধ্যে রয়েছে বেবি এন্ড মি, সেরিলাক, এভরিডে, ফ্রুটা ভাইটালস, কোকো ক্রাঞ্চ, ল্যাক্টোজেন, কর্ণ ফ্লেকস, ম্যাগি, মিলো বলস, ন্যান, নেসক্যাফ এবং নিডো প্রভৃতি।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল নেসলে বাংলাদেশ লিমিটেডের ঢাক অফিসে এবং নেসলের হেড অফ মার্কেটিং শাম্মী রুবায়েত করিম -এর উদ্বোধন করেন। দারাজ বাংলাদেশ লিমিটেডের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজ গ্রুপের কো-সিইও জোনাথন ডোয়ের, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদাল হক, ক্যাটেগরি ম্যানেজার আসিফ আঞ্জুম অয়ন, পি আর ও কমিউনিকেশন ম্যানেজার সায়ন্তনী ত্বিষা প্রমুখ।

নেসলে বাংলাদেশ লিমিটেডের হেড অফ মার্কেটিং শাম্মী রুবায়েত করিম বলেন, “আমরা Daraz.com.bd -কে আমাদের ই-কমার্স পার্টনার হিসেবে পেয়ে খুবই খুশি। নেসলে বিশ্বাস করে পরিবারের সবার জন্য সুস্বাদু ও স্বাস্থ্যকর পণ্য সরবরাহ করছে তারা। অনলাইনে ক্রেতাদের কাছে সহজে পৌঁছতে Daraz.com.bd আমাদেরকে দিচ্ছে একটা শক্ত প্ল্যাটফর্ম এবং আমরা আমাদের ই-কমার্স চ্যানেলকে শক্তিশালী করতে একসাথে কাজ করব, যা বাংলাদেশে অনলাইন ক্রেতাদের ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে পারবে।”

দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, “সন্দেহাতীতভাবে নেসলে বাংলাদেশ লিমিটেড হল বাংলাদেশের পাশাপাশি সমগ্র পৃথিবীর সবচেয়ে বড় ফুড ও বেভারেজ কোম্পানী। নেসলে বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হওয়া খুবই আনন্দের বিষয়। আমরা সম্ভাব্য কম সময়ে ক্রেতাদের দরজায় পণ্য ডেলিভারি দেয়ার অঙ্গীকার করছি। আর এটা ক্রেতাদের ট্র্যাফিক জ্যামের ঝক্কি-ঝামেলা এড়িয়ে ঘরে বসে কেনাকাটা করতে সহায়তা করবে।”

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular