নতুন বছরে শিক্ষার্থীদের আইটি শিক্ষা হাতের নাগালে নিতে এক্সটেন্ট আইটি ইন্সটিটিউট এবং এক্সটেন্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ১৫০ শিক্ষার্থীকে আইটি স্কলারশিপ দিবে। তথ্য ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে দিন দিন চাহিদা বাড়ছে দক্ষ জনশক্তির। আর এই চাহিদাকে পূরণ করার লক্ষ্যকে সামনে রেখে এক্সটেন্ট আইটি ইন্সটিটিউট এবং এক্সটেন্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আইটি শিক্ষা প্রসারের জন্য তৃতীয় বারের মত বিশেষ বৃত্তি ঘোষণা করেছে।
এর মাধ্যমে বেকার নারী ও যুবকদের মেধাশক্তিকে শ্রমশক্তিতে রূপান্তরিত করে দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী এবং দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। এই বৃত্তি প্রকল্পের আওতায় মোট ১৫০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। আর এই আইটি প্রশিক্ষণের মোট খরচের সর্বোচ্চ ৭০% পর্যন্ত বহন করবে এক্সটেন্ট আইটি ইন্সটিটিউট এবং এক্সটেন্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট।
৩/৪ মাস মেয়াদী প্রফেশনাল কোর্স
প্রফেশনাল কোর্স সমূহ হচ্ছে: (১)কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (২)কম্পিউটার / ল্যাপটপ সার্ভিসিং এন্ড নেটওয়ার্কিং (৩)গ্রাফিক্স ডিজাইন (৪)ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (৫)অটোক্যাড (৬)ভিজুয়ালাইজেশন (থ্রি-ডি স্টুডিও ম্যাক্স) (৭)আর্কিটেকচারাল ৩ডি অ্যানিমেশন (৮)থ্রি-ডি কার্টুন অ্যানিমেশন (৯)ভিডিও এডিটিং (১০)ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন (১১)মোশন গ্রাফিক্স (১২)অ্যাপস ডেভেলপমেন্ট (১৩)সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও) (১৪)সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (CCNA) (১৫)ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং।
- প্রতি কোর্সে মাত্র ১০ জনকে বৃত্তি দেয়া হবে
- আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে ভর্তি নেয়া হবে
- প্রথম ধাপে আবেদন করার শেষ তারিখ ১৪ জানুয়ারী ২০১৬ পর্যন্ত এবং ১৫ জানুয়ারী মধ্যে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
- দ্বিতীয় ধাপে আবেদন করার শেষ তারিখ ৩০ জানুয়ারী ২০১৬ পর্যন্ত এবং ৩১ জানুয়ারী মধ্যে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
- যারা ভর্তি হতে ইচ্ছুক তারা নিম্নের লিঙ্কে রেজিস্ট্রেশন করে রাখুন, এবং অতিসত্তর অফিসে এসে নিজের আসনটি নিশ্চিত করুন ।
- অনলাইন রেজিস্ট্রেশন ফর্মঃ http://goo.gl/forms/yNIxi0mqeS
- (সপ্তাহে ২দিন ক্লাশ, প্রতি ক্লাশ ২ঘন্টা করে) শুধু মাত্র মঙ্গলবার আমাদের অফিস বন্ধ থাকে
বৈশিষ্ট্য সমূহ
* দরিদ্র,মেধাবি/বেকারদের জন্য এক্সটেন্ট আইটি ইন্সটিটিউট এবং এক্সটেন্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের বৃত্তি।
* প্রতি কোর্সে মাত্র ১০ জন ছাত্র ছাত্রী নিয়ে ক্লাস করা হয় ।
* সকল কোর্সের সাথে ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং ফ্রি।
* প্রতি ক্লাসে কম্পিউটার ল্যাব ব্যবহারের সুযোগ।
* ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিংকে প্রধান টার্গেট করে প্রশিক্ষণ প্রদান করানো হবে।
* পরবর্তীতে প্রাকটিসের জন্য ক্লাসের ভিডিও প্রদান করা হবে।
* কোন ক্লাসের প্রয়োজন অনুযায়ী ব্যাকআপ সাপোর্ট প্রদান করা হবে।
* সন্ধ্যাকালিন ক্লাসের সুবিধা
* কর্মসংস্থান এর সহায়তা
ভর্তি ও বিস্তারিত জানতে কল করুনঃ ০১৫১১-৪১৭৫১০, ০১৫১১-০০৯৫৯৪
এক্সটেন্ট আইটি ইন্সটিটিউট
ফার্মভিউ সুপার মার্কেট (৪র্থ তলা), ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫
https://www.facebook.com/ExtentITInstitute
http://www.extentit-inst.com