বাংলাদেশে অনলাইন ফুড ও রেষ্টুরেন্ট রিভিউ সাইট ফুডহাব আসছে। এটি বাংলাদেশের প্রথম অনলাইন হোটেল ও রেস্টুরেন্ট রিভিউ প্লাটফর্ম। এই প্রসঙ্গে ফুডহাব প্রধান নির্বাহী বলেন এই ধরনের একটা ক্লাসিফাইড সাইট সময়ের দাবী, যেখান থেকে ভোক্তা ও রেস্টুরেন্ট ব্যবসায়ী সহজেই মার্কেটিং, খাবারের রিভিউ এবং খাবার অর্ডার করতে পারবেন। যার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, সিলেটের সাতবড়া দিয়ে গরুর মাংস, চিটাগাঙের বিখ্যাত মেজবান মাংস, কক্সবাজারের শুঁটকী, টাঙ্গাইলের চমচম, সুন্দরবনের মধু এবং ঘি সম্পর্কে দেশীয় মানুষের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে খাবারের সুনাম ছড়িয়ে পরবে। বাংলাদেশের হোটেল ও রেস্টুরেন্ট শিল্প ধীরে ধীরে শক্ত ভিতের উপর দাঁড়াচ্ছে। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগেও আমরা এই শিল্পের অগ্রগতিতে ইন্টারনেটকে ভালভাবে ব্যাবহার করতে পারছি না। অথচ ইন্টারনেট পুরো বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে।বিশ্ব আমাদের হাতের মুঠোয় হলেও আমাদের এই হোটেল শিল্প আমাদের হাতের মুঠোয় নেই। হোটেল ও রেস্টুরেন্ট শিল্পের অগ্রগতিতে ভুমিকা রাখতে এবং ভোক্তাদেরকে সবচেয়ে ভাল খাবারটি বেছে নিতে সহায়তা করার লক্ষ্য নিয়ে এই ‘ফুডহাব’ উদ্যোগ । এখানে বাংলাদেশের সকল হোটেল রেস্টুরেন্ট মালিকরা তাদের সেবার বিশেষ করে খাবারের প্রচারনা চালাতে পারবেন। এতে করে ভবিষ্যতে কোন ভোক্তা খুব সহজেই সবচেয়ে ভাল মানের খাবার যোক্তিক মুল্যে পাবেন। হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা তাদের পরিবেশিত বিভিন্ন খাবারের ছবি ও দামের সাথে নিজেদের ওয়েবসাইট বা ফেইসবুক পেইজের লিঙ্ক শেয়ার করে প্রমোশান চালাতে পারেন। এতে করে এ শিল্পে সুস্থ প্রতিযোগিতা চলবে। ফলাফল, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই লাভবান হবেন।
বাংলাদেশের অনলাইন ফুড ও রেষ্টুরেন্ট রিভিউ সাইট ফুডহাব
RELATED ARTICLES