বিক্রয়বাজার ডট কমের সঙ্গে ব্যাবসায়িক চুক্তি স্বাক্ষরিত হলো ক্রাফট ভিশন এর। এই চুক্তির ফলে এখন থেকে ক্রাফট ভিশনের সকল পণ্য পাওয়া যাবে বিক্রয়বাজার ডট কমে।
১৮ অক্টোবর, রবিবার ক্রাফট ভিশনের কার্যালয়ে এই লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় ক্রাফট ভিশনের সত্ত্বাধিকারী ইব্রাহিম খলিল এবং বিক্রয়বাজার ডট কমের সত্ত্বাধিকারী এস, এম, হাসান এবং টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার জুয়েল রানা উপস্থিত থেকে উভয়ের মধ্যে চুক্তি পত্র স্বাক্ষর করেন।
ক্রাফট ভিশন বাংলাদেশের নামকরা একটি ব্রান্ড যা বাংলাদেশের মানুষের জন্য রুচিশীল পাট জাত পণ্য তৈরি এবং আন্তর্জাতিক বাজারে বিপন্ন করে আসছে। এই চুক্তির ফলে ক্রাফট ভিশনের অফিসের পাশাপাশি তাদের পণ্য BikroyBazaar.com এ পাওয়া যাবে। বর্তমানে ক্রাফট ভিশন দেশের পাটজাত রুচিশীল পণ্য উৎপাদন এবং বিপণন করছে।
বিক্রয়বাজার ডট কম বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় পণ্য, ফ্যাশন এবং প্রযুক্তির পণ্য সামগ্রী সংগ্রহ করে বিপণন করছে। পাশাপাশি এলাকা ভিত্তিক এবং ব্রান্ড ভিত্তিক পণ্য গুলোকে একত্রিত করে সব ধরনের চাহিদা সম্পন্ন পণ্য সামগ্রী একটা প্লাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে।
ওয়েবসাইটের ঠিকানা: www.BikroyBazaar.com
ফেইসবুক পেজ: www.fb.com/BikroyBazaarOnline