নতুন একটি ইন্ডাস্ট্রি হিসেবে ই-কমার্স দ্রুতই জনপ্রিয়তা লাভ করছে। হাতেগোনা এক দুটি স্টার্ট-আপ শুরু হতে এখনো টিকে আছে। নতুন ইন্ডাস্ট্রি হিসেবে প্রতিনিয়ত বাধা বিপত্তি রয়েছেই, আছে অনেক চ্যালেঞ্জও। এরই মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রিয় ও প্রথম সারির অনলাইন শপিং সাইট প্রিয়শপ ডটকম পা রাখলো তার পঞ্চম বছরে।৫ম বর্ষে পদার্পণকে প্রতিষ্ঠানের সবথেকে বড় সফলতা মনে করছে প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন। তিনি বলেন, মাত্র ২%-৩% স্টার্ট-আপের পক্ষে সম্ভব হয় ৫ম বছর পর্যন্ত প্রতিযোগিতায় টিকে থাকার। আমাদের এই ৫ম বর্ষ পদার্পণই বলে দিচ্ছে প্রিয়শপ ডটকমের প্রতি কাস্টমারের গ্রহণযোগ্যতা।
৫ম বর্ষ পদার্পণ উপলক্ষ্যে প্রিয়শপ ডটকম আয়োজন করেছে ৫দিন ব্যাপী ফ্রি ডেলিভারি এবং প্রতিটি পণ্যে নিশ্চিত গিফট অফার। এছাড়া যেকোন মূল্যের কেনাকাটায় থাকছে প্রিয়জন নিয়ে হেলিকপ্টারে ঢাকা ভ্রমণের সুযোগ। মাস্টার কার্ড বাংলাদেশের সৌজন্যে থাকছে ১০,০০০ টাকা মূল্যের ১টি এবং ৫,০০০ টাকা মূল্যের ৩টি প্রিপেইড কার্ড। ই-ওয়ালেট পেইজার সৌজন্যে রয়েছে ২১% ডিসকাউন্ট! ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রিয়শপ ডটকমে পণ্য কিনলেই থাকছে এই সুযোগ। এছাড়া সাইট জুড়ে থাকছে ডিসকাউন্ট। ফোনে, ফেইসবুকে কিংবা অনলাইনে অর্ডার করা যাবে এবং ক্যাশ অন ডেলিভারিসহ কার্ড, বিকাশ, পেইজা বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে।
অফারটি উপভোগ করতে ভিজিট করুন: www.priyoshop.com