গত ২১/০৮/২০১৬ ইং তারিখে ল্যাবএইড এবং ডায়াবেটিস স্টোরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ডায়াবেটিস স্টোরের মেম্বার্সরা ল্যাবএইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হ্রাসকৃত মূল্যে বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ল্যাবএইড হাসপাতালের সহকারী প্রধান ব্যবস্থাপক কর্পোরেটস সাইফুর রহমান লেনিন এবং ম্যানেজার কর্পোরেটস মো: আব্দুল্লাহ খান সহ ডায়াবেটিস স্টোরের চেয়ারম্যান মো: সিহাব উদ্দীন শিপন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল করিম রনি সহ দুই প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
ই-কমার্স প্রতিষ্ঠান হিসাবে Diabetesstore.com.bd বাংলাদেশে আত্মপ্রকাশের পর থেকেই অনেক সুনাম অর্জন করেছে। Diabetesstore.com.bd মূলত নির্ভেজাল ইনসুলিন, ওষুধ, ডায়াবেটিস রুগীদের উপযুক্ত খাবার ন্যায্যমূল্যে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে সেবা দিয়ে আসছে। ডায়াবেটিস স্টোর প্রতিনিয়তই তার গ্রাহকদের জন্য বিভিন্ন সেবা সুযোগ সুবিধার উদ্দেশ্য কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজকের এই চুক্তি স্বাক্ষরিত হলো।