
ভারতের ই কমার্স নিয়ে কেউ কোন আলোচনা করতে চায় না। কারণ বিলিয়ন অথবা অন্তত: শত শত মিলিয়ন ডলার বিনিময় হচ্ছে প্রতি সপ্তাহে। কিছুদিন আগে গুজব ছড়ায় Flipkart এর মোট বিনিয়োগ ৩.২ বিলিয়ন ডলারের মধ্যে ৭০০ মিলিয়ন ডলারই উত্তোলন করে নিয়েছে। Snapdeal ৫০০ মিলিয়ন ডলার লাভ করে ১.৬ বিলিয়নে পৌছায়। তাদের ঘাড়ের উপর নিশ্বাস নিচ্ছে Jeff Bezos, যে গত বছর আমাজন ইন্ডিয়ার জন্য ২ বিলিয়ন ইউএস ডলারের চেক লিখে দিয়েছে। আরো বিলিয়ন ডলার পাইপলাইনে আছে।
ভারতের মার্কেট রিসার্স ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছর ৪০ মিলিয়নের কম লোক অনলাইনে কেনাকাটা করে। ভারতে ৩০০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীদের ছোট ভগ্নাংশ এটি।
সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের দ্রুত বিস্তার লাভে আশা করা যাচ্ছে আগামী বছরে অনলাইনে কেনাকাটা করবে অর্ধ মিলিয়ন লোক। তথ্যানুযায়ী, গড়ে প্রতিদিন ১৫০ মিলিয়ন ভারতীয় প্রায় ৩ ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করে। মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ২০১৩ সালে ২৬ শতাংশ বেড়েছে। এরমধ্যে দুই তৃতীয়াংশ ২৫ বছরের নিচে।
Hope this kind of news will be for Bangladeshi eCommerce industry too in near future. (y)