গত বছরের সাফল্যের সুত্র ধরে আবারও দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ কোকাকোলার সাথে একত্র হয়ে আগামী ২৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আয়োজন করতে যাচ্ছে বছরের সবথেকে বড় সেল ফাটাফাটি ফ্রাইডে।
২৫ তারিখ রাত ১২ টা বাজার সাথে সাথে দারাজ ডট কম ডট বিডি তে শুরু হবে এই শপিং উন্মাদনা, যেখানে সেরা ব্র্যান্ডের সেরা পণ্যের উপর সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফাটাফাটি ফ্রাইডে শপিং ইভেন্টে পাওয়া যাবে দেড় লাখেরও বেশি পণ্যের উপর বিশেষ ডিস্কাউন্ট।
ইতিমধ্যে ফাটাফাটি ফ্রাইডে ক্রেতাদের মধ্যে বেশ উৎসাহের সৃষ্টি করেছে, কারণ ফাটাফাটি ফ্রাইডে তে সামস্যাং, এল জি, শাওমি, মাইক্রোম্যাক্স, বাটা, এপেক্স, এক্সটাসি, ফাস্টট্রাক সহ আরও অনেক ব্র্যান্ডের পণ্যের উপর থাকবে অবিশ্বাস্য ডিস্কাউন্ট। ফাটাফাটি ফ্রাইডে বলতেই বুঝায় ঘরে বসে পছন্দের যেকোন পণ্যের উপর অবিশ্বাস্য ডিস্কাউন্টে সেরা শপিং উপভোগ করা। ক্রেতাদের সকল চাহিদা পূরণ করার কথা মাথায় রেখেই থাকছে ফোনের উপর সর্বোচ্চ ৫০% ছাড়, স্মার্ট ওয়াচের উপর সর্বোচ্চ ৫০%, হোম অ্যান্ড লিভিং-এর উপর সর্বোচ্চ ৫০%, কম্পিউটিং এবং এক্সেসরিজের উপর সর্বোচ্চ ৭০%, ফ্যাশন পণ্যের উপর সর্বোচ্চ ৭০%, বিউটি প্রোডাক্টসের উপর থাকবে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়।
কিছু ব্র্যান্ডের নাম ও তাদের সর্বোচ্চ ডিস্কাউন্টের তালিকা নিম্নরূপ,
এপেক্সের জুতোর উপর সর্বোচ্চ ৮৭% পর্যন্ত ছাড়
ওয়াচেস ওয়ার্ল্ডের ঘড়ির উপর সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়
দর্জিবাড়ির পন্যের উপর সর্বোচ্চ ৭৪% পর্যন্ত ছাড়
স্যামস্যাং ফোনের উপর সর্বোচ্চ ৪২% পর্যন্ত ছাড়
এল জি টিভির উপর সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড়
এছাড়াও থাকছে আরও অনেক আকর্ষণীয় ব্র্যান্ডের পণ্যের উপর আকর্ষণীয় ডিস্কাউন্ট। উৎসুক ক্রেতাদের সেরা ডিল গুলো লুফে নিতে হলে রাত ১২ টার থেকে চোখ রাখতে হবে এই লিংকে https://www.daraz.com.bd/fatafati-Friday অথবা, দারাজ অ্যাপ ডাউনলোড করতে পারেন অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে।
দারাজ বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর বেঞ্জামিন দু ফোউসিয়ে বলেন, “আমরা চাই ক্রেতারা দারাজ থেকে অরিজিনাল পণ্য সব থেকে সাশ্রয়ী মূল্যে কেনার মাধ্যমে দারাজে একটি বিশ্বস্ত ও সুবিধাজনক ব্র্যান্ড হিসেবে মনে রাখবে। ফাটাফাটি ফ্রাইডে শুধু মাত্র একটি সেলস ইভেন্ট নয়, দারাজ চায় ক্রেতাদের সন্তুষ্টি এবং শ্রেষ্ঠ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে একারণেই কোকাকোলা- দারাজ ফাটাফাটি ফ্রাইডে হতে যাচ্ছে অসংখ্য পণ্যের উপর অবিশ্বাস্য ডিস্কাউন্ট এবং দ্রুত ডেলিভারির একটি অভাবনীয় শপিং উৎসব”।
ফাটাফাটি ফ্রাইডে চলাকালীন সময় ক্রেতারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেইমেন্ট করতে পারেন অথবা দ্যা সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড গ্রাহকরা ঢাকার মধ্যে ০% ইন্টারেস্টে কিস্তির মাধ্যমে পণ্য কিনতে পারবেন। কিস্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পাওয়া যাবে চেক আউট পেইজে। পেইমেন্ট পার্টনার হিসেবে থাকবে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস, এয়ার লাইন পার্টনার নভোএয়ার, এন্টারটেইনমেন্ট পার্টনার স্টার সিনেপ্লেক্স এর সহযোগিতায় কোকাকোলা- দারাজ ফাটাফাটি ফ্রাইডে দেশের ই-কমার্স ইতিহাসে আরেকটি মাইলফলক সৃষ্টি করতে প্রস্তুত।