BOONDHU.COM কোরবানির ঈদকে সামনে রেখে আয়োজন করেছে কাওফি প্রতিযোগিতা, যে কেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। BOONDHU.COM সব সময় বন্ধুদের জন্য নতুন কিছু নিয়ে আসে, এর ফলে তাদের সকল বন্ধুদের কাছে – আস্থা, বিশ্বাস, নতুনত্বের আর এক নাম।
কোরবানি ঈদ এবার হবে আরও আনন্দময়, আপনার বা আপনাদের কোরবানির পশুর সাথে সুন্দর কাওফি তুলে আমাদের পাঠিয়ে দিন, আর সকল বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার আনন্দের ভাগ। যেসব কাওফিতে সব থেকে বেশি যত লাইক, কমেন্ট আর শেয়ার হবে, তাদের থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, বিজয়ী বন্ধু পাবে ২০০০ টাকার সম মূল্যের আকর্ষণীয় পুরস্কার।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়ম:
গরুর সাথে ছবি তুলে পাঠিয়ে দিন, আপনার ছবিতে যত বেশি লাইক, কমেন্ট আর শেয়ার ততোই বেশি আপনার পুরস্কার জিতার সম্ভাবনা।কাওফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়ম:
১. BOONDHU.COM পেইজে লাইক দিতে হবে।
২. BOONDHU.COM এর পোস্টটি শেয়ার করতে হবে।
৩. আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস দিবেন
আপনাদের ছবিতে যত বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার হবে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। আপনার ছবিটি আমরা আমাদের পেইজে পোস্ট করে দিব।