Homeদেশের ই-কমার্সই-ক্যাবের সদস্য হলো চালডাল

ই-ক্যাবের সদস্য হলো চালডাল

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্য হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকম। নিত্যপ্রয়োজনীয় দৈনন্দিন পণ্যের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওয়েবসাইট চালডাল ডটকম।

চালডালের কো-ফাউন্ডার এবং চিফ অপারেটিং অফিসার জিয়া আশরাফ ই-ক্যাবের সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকতা পূর্ণ করেন। ই-ক্যাবের অফিসে এ সময় উপস্থিত ছিলেন ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, ই-ক্যাবের সদস্য ওমর শরীফ, নেয়ামত উল্লাহ মোহন এবং চালডালের প্রধান জনসংযোগ কর্মকর্তা আহসান রনি।

ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ বলেন, সারাদেশে ই-কমার্সকে ছড়িয়ে দেবার ব্যাপারে চালডালের প্রচেষ্টাকে আমি সব সময় স্বাগত জানাই। আশা করি তারা আরও এগিয়ে যাবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular