বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে সেবা প্রতিষ্ঠান ওয়ালেটমিক্স লিমিটেড এর সাথে চুক্তিবদ্ধ হলো অনলাইন পেমেন্ট সিস্টেম কোম্পানী পেজা বাংলাদেশ। গত ৯ জুন বৃহস্প্রতিবার বিকেল ৩টায় রাজধানীর নিকুঞ্জ এলাকায় ওয়ালেটমিক্স কার্যালয়ে এক আন্তরিকতাপূর্ণ পরিবেশে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ওয়ালেটমিক্স পেজার জন্য বিশেষ কাস্টমাইজ সলুশান তৈরী করছে ।
ওয়ালেটমিক্স এর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালেটমিক্স গ্রুপ এর সিইও জনাব হুমায়ন কবীর এবং পেজা বাংলাদেশ এর পক্ষে এর চেয়ারম্যান ইনতেজার আহমেদ টুলু।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেজার কনসালটেন্ট জনাব রেজওয়ানুল হক জামি, জনাব জোবায়ের আহমেদ, হেড অব মার্কেটিং এন্ড সেলস জনাব নাফিস এহতেশাম, হেড অব টেকনোলজি জনাব সাইফুল ইসলাম নোমান, কাস্টমার সাপোর্ট এন্ড রিলেশান এক্সিকিউটিভ মিস জাইনাহ আহমেদ প্রমুখ।
ওয়ালেটমিক্স এর পক্ষে উপস্থিত ছিলেন ওয়ালেটমিক্স এর ম্যানেজারে এডমিন জনাব আবুল বাশার, হেড অব বিজনেস জনাব জাহাঙ্গীর আলম শোভন।