মে ২৩, ঢাকা- দারাজ নিয়ে আসছে ২৩ মে থেকে ২৯ মে পর্যন্ত মেগা টিভি ব্লাস্ট। যেখানে সব ধরণের টিভির উপর থাকবে সর্বোচ্চ ৬৩% পর্যন্ত ডিস্কাউন্ট।
দেশের সেরা ইলেক্ট্রোনিক্স ব্র্যান্ড যেমন স্যামসাং, সনি, এলজি, প্যানাসোনিক এবং সোহানা অংশগ্রহণ করতে যাচ্ছে দারাজ মেগা টিভি ব্লাস্টে।
মেগা টিভি ব্লাস্টে টিভির পাশাপাশি থাকবে হোম থিয়েটার, ডি ভি ডি প্লেয়ার, হাই ফাই সিস্টেমর উপর থাকবে অবিশ্বাস্য সব ডিস্কাউন্ট। মেগা টিভি ব্লাস্ট চলাকালীন সময় মাত্র ২০ হাজার টাকায় পাওয়া যাবে ৩২ ইঞ্চি এল ই ডি টিভি, ৪৭ হাজার টাকায় পাওয়া যাবে স্মার্ট টিভি। এছাড়াও অত্যাধুনিক কার্ভড এবং ফোর কে টিভিতে থাকবে সর্বোচ্চ ৬৩% পর্যন্ত ছাড়।
ক্রেতারা পছন্দের টিভিটি খুঁজে নিতে পারবেন ২৩ মে রাত ১২ টা থেকে দারাজ ডট কম ডট বিডির এই লিংক টি থেকে – https://www.daraz.com.bd/mega-tv-blast/। সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনটি চললেও ক্রেতাদের পছন্দের টিভিটি লুফে নিতে হবে স্টক ফুরিয়ে যাওয়ার পূর্বে।