আগামী ১৭ই অক্টোবর ২০১৫ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সাড়া জাগানো ব্যান্ড “ᒪᖇᗷ Live Concert in Brisbane” অনুষ্ঠানটি । উক্ত কনসার্টটির একমাত্র গর্বিত Ticketing Partner হিসেবে রয়েছে ই-ক্যাব মেম্বার Dhaka Mela.com। অস্ট্রেলিয়ার ব্রিসবেনের Indooroopilly State High School এ সন্ধ্যা ৭ টায় কনসার্টটি অনুষ্ঠিত হবে।
ঢাকামেলা ডট কমের এক্সেকিউটিভ ডিরেক্টর, মাহমুদুল হক ইকমভয়েস কে বলেন, দ্বিতীয়বারের মতো এই আয়োজনের পার্টনার হতে পেরে আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বাসিত!!! এই ধরনের আয়োজনের সাথে আমরা সব সময় কাজ করতে আগ্রহ প্রকাশ করি। ভবিষ্যতে বাংলাদেশেও আমাদের এই ধরনের আয়োজনে কাজ করার ইচ্ছা রয়েছে।
অনুষ্ঠানটির আয়োজক “বাংলাদেশ অ্যাসোসিয়েশান ইন ব্রিসবেন” এর পক্ষ থেকে জানানো হয়, এই কনসার্টটি আয়োজনের মূল উদ্দেশ্য হল তাদের কমিউনিটির মধ্যে সকলের প্রতি সকলের ইন্টার্যাকশন ও আন্তরিকতা আরও বৃদ্ধি করা। তবে অস্ট্রেলিয়ায় বসবাসরত যে কেউ চাইলে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। পূর্বের ন্যায় এবারও প্রচুর লোকের সমাগম হবে বলে অ্যাসোসিয়েশন আশা করছেন। কনসার্টটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে Bangla News Australia.
কনসার্টটিতে টিকেট এর মূল্য ধরা হয়েছে Diamond- $৬৫, Gold- $৫৫, Silver- $৩৫ । তবে অ্যাসোসিয়েশানের মেম্বারদের জন্য ১০% ছাড়, স্টুডেন্টদের জন্য ২০% ও বাচ্চাদের জন্য ৫০% ছাড় এর সুযোগ রাখা হয়েছে। টিকেট কিনতে লগইন করতে হবে- dhakamela.com এই সাইটে।