Homeসংবাদ বিজ্ঞপ্তিতরুন উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হল ই-কমার্স বুট ক্যাম্প

তরুন উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হল ই-কমার্স বুট ক্যাম্প

৭ই এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অডিটোরিয়ামের ই-কমার্স সেক্টরে আগ্রহী তরুন উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হল “ই-কমার্স বুট ক্যাম্প ২০১৬”। ই-ক্যাব ইয়্যুথ ফোরম কর্তৃক আয়োজিত কর্মশালায় সহ আয়োজক ছিলো ই-কমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ(ই-ক্যাব) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আয়োজন সম্পর্কে ই-ক্যাব ইয়্যুথ ফোরমের সভাপতি আসিফ আহনাফ বলেন, “তরুন প্রজন্মের উদ্যোক্তাদের ই-কমার্স সম্পর্কে সম্মক ধারনা এবং তাদের মান উন্নয়নের জন্য এই বুটক্যাম্পটি আয়োজন করে হয়।”

ই-কমার্স ব্যবসা শুরুর দিক নির্দেশনা, ফেসবুক মার্কেটিং, ইমেইল ও এসএমএস মার্কেটিং, এসইও এর মাধ্যমে অনলাইন সেলস বৃদ্ধির কৌশল নিয়ে আয়োজিত ৪ টি সেশনে ২৫০ জন তরুন উদ্যোক্তাদের প্রশিক্ষন দেন ইক্যাব ইয়্যুথ ফোরামের সভাপতি আসিফ আহনাফ, টেনথিটা এর সিটিও তানভীর রেজওয়ান, জেটাবাইট গেজেটসের সিটিও ওমর শরীফ, মার্কেটেভার এর ফাউন্ডার ও এসইও এক্সপার্ট আল-আমিন কবির।

আয়োজনের পরবর্তি সেশনে একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পরিচালক (ইনোভেশন) অ্যাকসেস-টু-ইনফরমেশন; ই-ক্যাব উপদেষ্টা কাউন্সিলের দুজন সদস্য নজরুল ইসলাম খান এবং মোহাম্মদ ইকবাল জামাল; আসিফ আহনাফ, প্রেসিডেন্ট ই-ক্যাব ইয়ুথ ফোরাম;  সাকিব নাইম, হেড অব ই-কমার্স এসএসএল ওয়্যারলেস;  কাজী জুলকারনাইন ইসলাম কেইমু কান্ট্রি ম্যানেজার এবং নাছিমা আক্তার নিশা, পরিচালক, ই-ক্যাব।

অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

ই-ক্যাব ঘোষিত ৭ই এপ্রিল ই-কমার্স দিবস উজ্জাপন উপলক্ষে আয়োজিত এই বুট ক্যাম্প এর প্রধান পৃষ্ঠপোষক ছিলো এসএসএলকমার্জ, এনএসহাট এবং আপনজোন ডটকম। উল্লেখ্য দিন ব্যাপি ই-কমার্স দিবস উজ্জাপনের উদ্ভোদন করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular