Homeডেলিভারিযাত্রা শুরু করল ডেলিভারি প্রতিষ্ঠান- 'ডেলিভসিন'

যাত্রা শুরু করল ডেলিভারি প্রতিষ্ঠান- ‘ডেলিভসিন’

ই-কমার্স এবং এফ-কমার্স প্রতিষ্ঠানের বিক্রিত পণ্য বা ডকুমেন্ট সঠিক সময়ের মধ্যে ক্রেতা/ক্লায়েন্টের নিকট পৌঁছে দেয়ার জন্য যাত্রা শুরু করল ডেলিভারি প্রতিষ্ঠান- ‘ডেলিভসিন’ www.delivseen.com

ডেলিভারি সিস্টেম নিয়ে কাজ করার ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একঝাঁক উদ্যমী কর্মকর্তা নিয়ে কাজ শুরু করেছে ‘ডেলিভসিন’। নিয়ম মেনে স্বল্প সময়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পণ্য/ডকুমেন্ট পৌঁছে দিতে সেম ডে ডেলিভারি, নেক্সট ডে ডেলিভারি, ইমার্জেন্সি ডেলিভারি, হলিডে ডেলিভারি প্রভৃতি ক্যাটাগরিতে কাজ করবে বলে জানিয়েছেন ‘ডেলিভসিন’ এর চেয়ারম্যান তাহমিনা আক্তার খান।

কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, যারা ই-কমার্স কিংবা এফ-কমার্স প্রতিষ্ঠান বা উদ্যোগ পরিচালনা করছেন তারা তাদের বিক্রিত পণ্য ডেলিভারি নিয়ে চিন্তায় থাকেন। ইতিমধ্যে হয়ত অনেকের সাথে ডিল করেও আশানুরূপ সেবা পাননি, তাদেরকে বলব, আমাদের সেবা পরীক্ষামূলকভাবে হলেও গ্রহণ করে দেখতে পারেন। স্বল্প সময়ে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় পণ্য/ডকুমেন্ট পৌঁছে দেয়ার গ্যারান্টি দিচ্ছি।

তিনি আরও বলেন, নিয়ম মেনে স্বল্প সময়ে পণ্য বা ডকুমেন্ট ক্রেতা/ক্লায়েন্টের নিকট পৌঁছে দিতে ‘ডেলিভসিন’ বদ্ধপরিকর।

‘ডেলিভসিন’ এর সার্ভিসের সুবিধাসমূহ:
১. ঢাকা শহরে ‘ক্যাশ অন ডেলিভারি’ এবং ‘জেনারেল ডেলিভারি’র সুবিধা।
২. ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারির সুবিধা।
২. ঢাকাসহ সারাদেশে ১-২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি।
৩. প্রতিদিনের পেমেন্ট প্রতিদিনই সহজেই ক্লিয়ারের ব্যবস্থা।
৪. প্রয়োজনীয় পণ্য সংগ্রহের ব্যবস্থা।
৫. প্রতিদিন রিপোর্ট প্রদান।
৬. এসএমএস এর মাধ্যমে ডেলিভারি আপডেট জানানো।
৭. ওয়েবসাইটে ট্রাকিংয়ের মাধ্যমে ডেলিভারি অবস্থা জানার ব্যবস্থা।
৭. যে কোন সমস্যায় হেল্প লাইনের ব্যবস্থা।
৮. দ্রুততম সময়ে আর্জেন্ট পণ্য ডেলিভারির ব্যবস্থা।

ডেলিভারি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যে কেউ ‘ডেলিভসিন’ এর ফেসবুক পেজে (www.facebook.com/DelivSeen) ম্যাসেজ দিতে পারবেন। এছাড়া ওয়েবসাইটে (www.delivseen.com) ভিজিট করে এবং হটলাইনে (016 81 00 61 81) ফোন করে যে কোন তথ্য জানতে পারবেন। প্রয়োজনে অফিসে (11/A Tallabag (Ground Floor) Sobhanbag, Dhaka-1207) এসেও তার প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular