ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর। ডায়াবেটিস স্টোর diabetesStore.com.bd নামে নতুন একটি ই-কমার্স ওয়েবসাইট চালু হয়েছে। এই ওয়েবসাইটে ডায়াবেটিস রোগীদের প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যাবে। ১৬ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ীতে একটি রেস্টুরেন্টে ই-ক্যাবের (E-Commerce Association of Bangladesh) একটি অনুষ্ঠানে কেক কেটে এই সাইটটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রেসিডেন্ট জনাব রাজীব আহমেদ, ডিরেক্টর অফ কমিউনিকেশন জনাব আসিফ আহনাফ সহ প্রায় ৭৫ জন ই-ক্যাবের মেম্বার।
ডায়াবেটিস স্টোর এর উদ্যোক্তা শেখ আব্দুল করিম রনি জানান, বিশ্বের ৩৭১ মিলিয়নেরও বেশী মানুষ ডায়াবেটিস এ ভূগছে। যা কিনা ২০৩০ সালের মধ্যে প্রায় ৫৫২ মিলিয়নে পৌছবে বলে ধারনা করা হচ্ছে। প্রায় ৮০% ডায়াবেটিস জনিত মৃত্যু স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোতে হয়েছে। ডায়বেটিস এ আক্রান্ত রোগীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পন্য যেমনঃ খাবার, যন্ত্রাংশ, ঔষধ, প্রভৃতি যা কিনা একসঙ্গে পাওয়াটা কঠিন বিশেষ করে ঢাকার বাইরের শহর গুলোতে আরোও বেশি বেগ পেতে হয় একজন ক্রেতাকে। এ চিন্তা থেকেই DiabetesStore.com.bd যাত্রা শুরু। এই সাইটের মাধ্যমে খুব অল্প সময়ে তিনি সারা দেশে ডায়বেটিস সংক্রান্ত পন্য সমুহ অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন বলে আশা করছেন।