ঘরে বসে টেলিফোন বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ-বিদেশের ডাক্তারের চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার কাজ করছে প্লাস ওয়ান সার্ভিস। কাজটি আরো সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে এসএসএলকমার্স এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। গত ২১ সেপ্টেম্বর রাজধানীতে এই চুক্তি সই হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসএসএলকমার্স।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্লাস ওয়ান সার্ভিসের কো ফাউন্ডার রুবাবা দৌলা, টিম লিডার তৌহিদ জিয়া উদ্দিন এবং এসএসএল ওয়্যারলেসের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম, চীফ অপারেটিং অফিসার আশীষ চক্রবর্তী, চীফ টেকনিক্যাল অফিসার শাহজাদা রেদওয়ান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জুবায়ের হোসেন, হেড অব ই-কমার্স সার্ভিসেস এম নাওয়াত আশেকিন, ম্যানেজার, ই-কমার্স সার্ভিসেস মাহবুবুর রশিদ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশেষজ্ঞ চিকিৎসকের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে সেবা গ্রহীতারা তাদের যেকোনো ভিসা, অ্যামেক্স, মাষ্টারকার্ডের ডেবিট এবং ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে বিল পেমেন্ট করতে পারবেন।