সম্প্রতি বাংলাদেশের সর্বাধুনিক প্রযুক্তির এবং সবচেয়ে সুরক্ষিত পেমেন্ট গেটওয়ে ইজিপেওয়ে easypayway.com এবং দেশের অন্যতম শীর্ষ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোম্পানি রয়েক্স টেকনোলজির www.royex.net মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের ফলে এখন থেকে যারা রয়েক্স টেকনোলজির উপস-সিএমএস woopscms.com অথবা ব্র্যানো ই এম এস branooems.com ব্যবহার করবেন তারা পেমেন্ট গেটওয়ে হিসেবে পাবেন ইজিপেওয়ে ব্যাবহার করার জন্য কোন রকম রেজিস্ট্রেশন ফী দেয়া লাগবে না। এবং উপস-সিএমএস ও ব্র্যানো ই এম এস ব্যবহারকারীদের ক্ষেত্রে অনলাইন ট্রানজেকশন ফি হবে সর্বনিম্ন।
ইজিপেওয়ে কর্পোরেট অফিসে ২৮ অক্টোবর, ২০১৫ তারিখে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ইজিপেওয়ের পরিচালন অধিকর্তা জনাব রিয়াদ মোহাম্মাদ এবং রয়েক্স টেকনোলজির সিইও জনাব রাজিব রয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও ইজিপেওয়ের এর সিইও নাজমুস সাকেব, ই-বিজনেস ম্যানেজার জনাব তুহিন রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।