Homeদেশের ই-কমার্সইকমভয়েজ ও ফোকাস ফ্রেমের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ইকমভয়েজ ও ফোকাস ফ্রেমের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

গতকাল ৩ নভেম্বর ২০১৫ রাজধানীর উত্তরায় বাংলাদেশের একমাত্র ইকমার্স নিউজ সাইট ইকমভয়েজ (ecomvoice.com) ও ফটোগ্রাফি কোম্পানি ফোকাস ফ্রেমের (focusframe.com.bd) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে এখন থেকে ফোকাস ফ্রেম ইকমার্স সংক্রান্ত ( ইভেন্ট, সেমিনার, ওয়ার্কশপ, গেট টোগেদার…) যত ছবি তুলবে বা ভিডিও করবে তা ecomvoice.com থেকে প্রকাশ পাবে। চুক্তিতে ইকমভয়েজ এর এডিটর মোঃ আফজাল হোসেন ও ফোকাস ফ্রেমের সত্ত্বাধিকারী রুহুল কুদ্দুস ছোটন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

বাংলাদেশে ইকমার্স সেক্টরের বিকাশের সাথে সাথে ইকমার্স নিয়ে দেশে নানা ধরণের ইভেন্ট হচ্ছে। এই সকল অনুষ্ঠানকে ঘিরে থাকছে অনেক মানুষের আনন্দঘন সৃতি। এই সৃতিগুলোকে ক্যামেরাবন্দী করে সকলের নিকট পৌঁছে দেয়ার জন্যই ইকমভয়েজ ও ফোকাস ফ্রেম একসাথে কাজ করবে।

ক্যামেরাবন্দী এই মুহূর্তগুলো সকলের মন রাঙ্গানোর পাশাপাশি বিভিন্ন সংবাদের দলিল হিসাবেও কাজ করবে আশা করছেন দুই প্রতিষ্ঠানের উদ্যোক্তারা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular