গত ১১ই সেপ্টেম্বর ২০১৫ রাজধানী ঢাকায় উদ্বোধন হয়ে গেল mudibazarbd.com নামে নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্যের নতুন অনলাইন স্টোর। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব এর সভাপতি জনাব রাজিব আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ecomvoice.com এর এডিটর জনাব আফজাল হোসেন, walletmix এর সিইও হুমায়ুন কবির, zettabyte-gadgets.com এর ওমর শরীফ, জাহাঙ্গীর আলম শোভন, রাশেদুল হাসান বুলবুল এবং আরো গণ্যমান্য অতিথি।
বিকাল ৫:৩০ মিনিটে প্রায় শতাধিক ব্যক্তিবর্গের অংশগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। মিলাদ মাহফিলের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্য রাখেন। বক্তব্য শেষে কেক কেটে সাইটের উদ্বোধন করা হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব সাজু বড়ুয়া ইকমভয়েজ-কে বলেন, ২০১৪ সালের মে মাসে মুদিবাজারবিডি.কম তাদের ব্যবসায়িক পরিকল্পনা শুরু করে। পরিকল্পনার পাশাপাশি কিভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, কাস্টমার সেটিসফেকশন, প্রোডাক্ট কালেকশন ইত্যাদি বিষয়গুলোকে সমৃদ্ধ করা যায় তা নিয়ে চেষ্টা চালিয়ে যায়। দীর্ঘ পরিকল্পনার পর কাঙ্ক্ষিত বিজনেসটি শুরু করতে পেরে সবাই খুব আনন্দিত।
তিনি আরো বলেন, ক্রেতাদের আস্থা অর্জনে মুদিবাজারবিডি.কম পণ্যের কোয়ালিটির ব্যাপারে কোন রকম ছাড় দিতে নারাজ। এছাড়াও সময়মত ডেলিভারি দেয়ার ব্যাপারে বদ্ধপরিকর। তবে বর্তমানে তাদের “ফ্রি হোম ডেলিভারি সার্ভিস” শুধু রাজধানীর বসুন্ধরা আ/এ, বারিধারা, ডিওএইচএস বারিধারা, গুলশান এলাকায় সীমাবদ্ধ থাকবে। শর্ত সাপেক্ষে ঢাকার অন্যান্য অঞ্চলেও এই সার্ভিস দেওয়া হবে ও পর্যায়ক্রমে ব্যবসার বিস্তার ঢাকা সহ দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেয়ার ইচ্ছার কথাও জানান।