জাহাঙ্গীর আলম শোভন // আপনি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা। আপনার পণ্য বা সেবার প্রচারে প্রোডাক্টস রিভিউ লিখে বিভিন্ন পত্রিকায় পাঠানো দরকার। আপনার পণ্যের সাথে ওয়েব সাইটে রিভিউ থাকা দরকার। আবার বিভিন্ন ব্লগ পোস্ট ও সোশ্যাল মিডিয়ায় পাঠানো দরকার। কিন্তু আপনি বুঝতে পারছেন না। কিভাবে প্রোডাক্টস রিভিউ লিখবেন।
প্রোডাক্ট রিভিউ কি?
পণ্যের আলোচনাই প্রোডাক্টস রিভিউ। যদিও এখানে পণ্যের ভালোমন্দ সব থাকে। তবুও বর্তমানে কোম্পানিগুলো প্রচার সুবিধার জন্য পণ্যের মহিমা প্রচার করেই কেবল প্রোডাক্টস রিভিউ লিখে থাকে।
রিভিউ কেন দরকার?
১. রিভিউ ছাপা হলে পণ্য ও তার ব্যবহার সম্পর্কে জনসাধারণ বিস্তারিত জানতে পারে
২. রিভিউ পণ্যের এক ধরনের বিজ্ঞাপন
৩. রিভিউ ছাপানোর মাধ্যমে ভোক্তাদের কাছে পণ্যের বিশ্বস্ত ইনফরমেশন যায়। কারণ অনেক সময় সরাসরি বিজ্ঞাপনকে ক্রেতারা বিশ্বাস নাও করতে পারে
প্রোডাক্টস রিভিউ কোথায় ছাপা হয়?
১. কোন স্পেশাল পণ্য বাজারে আসলে দৈনিক পত্রিকায় ছাপা হতে পারে
২. পত্রিকার জীবন যাপন বিভাগে ব্যবহার্য পণ্যের রিভিউ ছাপা হয়
৩. আইটি পাতায় নতুন কোন প্রযুক্তি পণ্য বা সফটওয়ার বাজারে আসলে তার রিভিউ ছাপা হয়
৪. ব্যবসায় পাতায় সংশ্লিষ্ট কোন পণ্য আসলে তার রিভিউ ছাপা হয়
৫. এছাড়া সংশ্লিষ্ট বিষয়ের পত্রিকাও সংশ্লিষ্ট বিষয়ে রিভিউ ছাপে। যেমন- মহিলাদের ম্যাগাজিনে মহিলাদের পণ্য, ফ্যাশন ম্যাগাজিনে ফ্যাশনেবল নতুন পণ্যের রিভিউ ছাপা হয়
৬. এছাড়া কোম্পানি ওয়েবসাইট পেইজ, ফেইসবুক, বিভিন্ন ব্লগ, ব্রশিওর, প্রোডাক্টস ডিরেক্টরিতে পণ্যের রিভিউ প্রকাশ হয়ে থাকে। ইকমার্স সাইটেও পণ্যের রিভিউ থাকতে পারে
রিভিউতে কি থাকে?
১. পণ্যের নাম মডেল নয় সাইজ ওজন ভার্সন ইত্যাদি
২. পণ্যের উৎপাদক, আমদানীকারক, মেয়াদ, স্থায়িত্ব ইত্যাদিত
৩. পণ্যের ফিচার, গুনাগুণ, ব্যবহারবিধি, সতর্কতা ইত্যাদি
৪. পণ্য কোথায় পাওয়া যায়, কেমন দাম, কিভাবে ক্রয় করা যায় ইত্যাদি
৫. এছাড়া পণ্যের কোন সীমাবদ্ধতা বা ত্রুটিও থাকে, যদিও অনেক ক্ষেত্রে তা উল্লেখ করা হয়না
৬. পণ্যের ছবি বিস্তারিত জানার লিংক থাকতে পারে
৭. থাকতে পারে পণ্যটি কোথায় পাওয়া যাবে, সে ঠিকানা ও ফোন নাম্বার
৮. আরো থাকতে পারে কোম্পানির কর্তাব্যক্তির বক্তব্য ও একজন ব্যবহারকারীর মতামত
৯. থাকতে পারে বিশেষজ্ঞ মতামত
আপনি একক ভাবে ব্যবসা চালালে নিজেও লিখতে পারেন। অথবা কর্মাশিয়াল কনটেন্ট রাইটারদের সাহায্য নিতে পারেন