ই-কমার্স সাইট রকমারি ডট কম ও দেশের শীর্ষ প্রকাশনা সংস্থা অনন্যা এর যৌথ উদ্যোগে চলছে রকমারি-অনন্যা অনলাইন বইমেলা ২০১৫। এ উপলক্ষে রকমারি ডট কম থেকে অনন্যা প্রকাশনী’র যেকোনো বই কিনলে পাঠক পাবেন ন্যূনতম ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এযাবৎ অনন্যা প্রকাশনীর প্রকাশিত দেড় হাজারের বেশি বইয়ের মাঝে স্টকে থাকা সকল বইয়ের জন্য এই অফার প্রযোজ্য। রকমারি-অনন্যা অনলাইন বই মেলা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।
অনলাইনে যে কেউ www.rokomari.com/ananya ভিজিট করে সরাসরি বই অর্ডার করতে পারবেন। ফোনে অর্ডার করতে যেকোনো মোবাইল থেকে ডায়াল করুন ১৬২৯৭। দেশের যেকোনো প্রান্ত থেকে যতগুলো খুশি বই অর্ডার করলে সর্বোচ্চ ডেলিভারি চার্জ ৫০ টাকা।