দেশের অন্যতম ই কমার্স সাইট রকমারি ডট কম এর সেবা কার্যক্রম হ্যাকারদের হামলায় কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছে। রকমারি সূত্রে জানা গেছে বিগত বেশ কয়েকদিন ধরেই টাকা চেয়ে ক্রমাগত মেইল পাঠানো হচ্ছিল এক হ্যাকার গ্রুপ এর নামে। নির্দিষ্ট সময়ের মাঝে টাকা না দিলে ওয়েবসাইট ডাউন করে দেবার হুমকিও ছিল। রকমারি কর্তৃপক্ষ এ সংক্রান্ত মেইলের কপি সংযুক্ত করে মতিঝিল থানায় জিডি করেছিল গত ১০ ডিসেম্বর। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীকেও অবগত করা হয়েছে। ওয়েবসাইট হ্যাক করতে ব্যর্থ হয়ে ডিডিওএস প্রযুক্তিতে সাইটে যান্ত্রিকভাবে ভিজিটর এর সংখ্যা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ফলে সাধারন ব্যবহারকারীরা www.rokomari.com সাইট এ ভিজিট করতে বাধাগ্রস্ত হন। ওয়েব সাইটের নিরাপত্তাজাল ভেদ করতে ব্যর্থ হয়ে হ্যাকার দল এই সাময়িক সমস্যা সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। রকমারি ডট কম গ্রাহক সেবা সহ সকল কার্যক্রম অব্যাহত আছে।
“ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে এই সাময়িক সমস্যা আমাদের আরও দৃঢ়প্রতিজ্ঞ করবে” বলে জানিয়েছেন রকমারিতে কর্মরত সদস্যবৃন্দ।