ঢাকা, ২০ নভেম্বর,২০১৬ শীর্ষস্থানীয় অনলাইন শপিং প্লাটফর্ম দারাজ বাংলাদেশ তাদের পণ্যসম্ভার এর তালিকায় আরেকটি নতুন ব্র্যান্ড পারফিউম ওয়ার্ল্ড কে অন্তর্ভুক্ত করে।
রাজধানীর বনানী এলাকায় দারাজের মূল অফিসে এই চুক্তি সাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে দরাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দারাজের ম্যানেজিং ডিরেক্টর বেঞ্জামিন দু ফোউসিয়ে এবং পারফিউম ওয়ার্ল্ড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন খন্দকার নজরুল ইসলাম , সিইও , মোহাম্মাদ ফরিদুল হাসান , চেয়ারম্যান , মোহাম্মাদ জাঁকির হোসেন , এক্সিকিউতিভ ডিরেক্টর , তানভীর আলম , ব্র্যান্ড ম্যানেজার এবং মোহাম্মাদ নরুন নবী , অপারেশানস ম্যানেজার।
খন্দকার নজরুল ইসলাম , সিইও বলেন “ পারফিউম ওয়ার্ল্ড ২০০৯ থেকে অরিজিনাল পারফিউমস এর বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে পরিচিত । পারফিউম ডিস্ট্রিবিউটার বাংলা পারফিউম এই স্টোরটির মাধ্যমে একটি নতুন যাত্রা শুরু করে। দেশের ভিতরে তাদের ১০ টিরও বেশি আউটলেট থাকলেও আমরা দারাজের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আনন্দিত।