এ বছর অর্থাৎ ২০১৬ সালটা অধিবর্ষ বা লিপ ইয়ার। তার মানে হল, এই বছরের ফেব্রুয়ারি মাসটা হচ্ছে ২৯ দিনের। প্রতি চার বছর অন্তর এমন একটা দিন আসে। তাই এই লিপ ইয়ারকে উৎসব মুখর করে তোলার জন্য Kenakatabd শুধুমাত্র ২৯ ফ্রেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এই ৩ দিনের জন্য বিভিন্ন পণ্যের উপর বিশেষ ছাড়ের ঘোষণা করেছে। বাংলাদেশে এই প্রথম কোনো ই-কমার্স সাইট এই ধরণের পদক্ষেপ নিতে যাচ্ছে। লিপ ইয়ার উপলক্ষ্যে নির্দিষ্ট কিছু ক্যাটেগরিতে ৭০% পর্যন্ত মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে ।
কেনাকাটাবিডি থেকে কেনাকাটা করতে কোনো রেজিস্ট্রেশন কিংবা লগিনের প্রয়োজন হয়না। মাত্র ১-৩ মিনিটের মধ্যেই এখানে পণ্য অর্ডার করা যায়। আপনি এখান থেকে ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি এর সুবিধা পাচ্ছেন এবং ঢাকার বাহিরে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করে আমাদের পন্যটি বুঝে পেতে পারবেন।
সব সময়ই নতুন এবং চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট কম মূল্যে মানুষের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য।
Our website: www.kenakatabd.com
Our FB page: www.fb.com/kenaakata
Our help line : 01863333949, 01863333950, 01863333951