রাজধানীর রাওয়া ক্লাবে অনলাইন নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য নিয়ে ঈদ শপিং ম্যানিয়ার ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপী ঈদমেলা। যা চলবে ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০১৫ এই দুদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
অনলাইনে নারী উদ্যোক্তারা বেশ সফলতার সাথে বিজনেস করে যাচ্ছেন ও সময়ের সাথে এই সফল উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে। আমাদের দেশের ফ্যাশন হাউজগুলো ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য তৈরি করেছে নানা বাহারি পণ্য যার চাহিদা শুধু দেশে নয় বরং বিদেশেও প্রচুর। এই পণ্য গুলোকে অনলাইনের পাশাপাশি অফলাইনে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার জন্যই এই মেলার আয়োজন বলে জানিয়েছেন মেলার আয়োজক “ফ্লেয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি”
আরও পড়ুনঃ অঁজনিকা’র ঈদ ফ্যাশন ফেস্টিভাল ২০১৫
এই মেলায় রয়েছে মোট ৩১টি স্টল যার বেশিরভাগই ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের। এখানে উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য ছাড়াও দেশী-বিদেশী বাহারি ফ্যাশন পণ্য নিয়ে ক্রেতাদের সামনে হাজির হবেন, যার মধ্যে রয়েছে শাড়ী, সালোয়ার কামিজ, লেডিস পাঞ্জাবী, জুয়েলারি, সুতি ও ব্লক প্রিন্টের থ্রি-পিস, শো-পিস ইত্যাদি।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে রেডিও ফুর্তি ৮৮.০ এফএম।