Homeঅন্যান্যসামাজিক সংগঠন বিষয়ক কর্মশালার আয়োজন করেছেন ভলান্টিয়ার বাংলাদেশ

সামাজিক সংগঠন বিষয়ক কর্মশালার আয়োজন করেছেন ভলান্টিয়ার বাংলাদেশ

গত ১৯ আগস্ট শুক্রবার, রাজধানী ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ মেইন ক্যাম্পাসে ভলান্টিয়ার বিডি নামক একটি জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ভলান্টিয়ার মিটআপ। সারাদেশ থেকে সংস্থার প্রতিনিধিসহ শতাধিক স্বেচ্ছাসেবী এতে যোগদান করে। বিশেষ করে দেশব্যাপী রক্ত নিয়ে কাজ করে এমনসব ভলান্টিয়াররা এতে অংশ নেন। দিনের দ্বিতীয় সেশনে অনুষ্ঠিত হয় সোশ্যাল অর্গানাইজেশন স্কিল বিষয়ক ওয়ার্কশপ।

ভলান্টিয়ার বাংলাদেশ স্বেচ্ছায় রক্তদাতা ও রক্তদানে কাজ করে এমন স্বেচ্ছাসেবীদের সংগঠন। সংগঠন এর চিফ এডমিন মোহাম্মদ আশরাফ আলী ও জাতীয় সমন্বয়কগণের উদ্যোগে এই মিটআপ অনুষ্ঠিত হয়। সকালের সেশনে মিটআপ পর্বে অংশগ্রহণ করেন, তানভীর আনজুম তুষার, মিঠু দেবনাথ, সাইফুল ইসলামসহ সারাদেশে থেকে আসা ৭২ জন স্বেচ্ছাসেবক প্রতিনিধি।

দ্বিতীয় পর্বে ওয়ার্কশপে বক্তা হিসেবে ছিলেন, ই-কমার্স কনসালটেন্ট, সমাজকর্মী, অনলাইন লেখক ও সম্প্রতি পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণকারী ওয়ালেটমিক্স এর হেড অব বিজনেস জনাব জাহাঙ্গীর আলম শোভন এবং সেলস এন্ড সাপোর্ট বিশেষজ্ঞ এবং নেটওয়ার্কিং ট্রেনার জনাব অর্নব মোস্তফা। জাহাঙ্গীর আলম শোভন সামাজিক সংগঠন এর গঠন প্রকারভেদ কার্যাবলী ও ম্যানার নিয়ে আলোচনা করেন। অর্ণব মোস্তফা বলেন সামাজিক যোগাযোগ ও সম্পর্কের বিষয়ে।

এছাড়া ভলেনটিয়ার বাংলাদেশ এর রক্তবন্ধু এ্যাপ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করেন ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন রাজ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো ইকমভয়েস ডট কম।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular